করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার এর অনুমতিক্রমে মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব শাফিয়া আক্তার শিমু স্যার এর নেতৃত্বে মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব রেদোয়ানকে সাথে নিয়ে গতকাল ঘুর্নিঝরে ক্ষতিগ্রস্ত হওয়া একদুয়ারিয়া ইউনিয়নের পাথরদিয়া গ্রামে সে সকল ঘর পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি কথা বলেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সাহায্য তুলে দেয়া হয়। তা ছাড়াও উপজেলা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে তাদেরকে সাহায্য পৌঁছে দেয়া হবে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন।এ সময় উপজেলা ও ভূমি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের পেশকার মহোদয় উপস্থিত ছিলেন।
তাদের পক্ষ থেকে বলা হয় আরো কিছুদিন বাসায় থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য।
ঘরে থাকুন সুস্থ থাকুন।
Leave a Reply